জীবনানন্দ বলেছিলেন ‘সকলেই কবি নয় কেউ কেউ কেউ কবি।’ মুম রহমানের ক্ষেত্রে বলা যায়, ‘সকলেই লেখক নয়, কেউ কেউ লেখক’। একজন পূর্ণকালীন লেখক হিসেবে তিনি লিখে চলেছেন প্রায় ছয় বছর হলো। অন্য কোন পেশা তার নেই। জাগতিক সকল হিসেব নিকেশের বাইরে লেখালেখিকে আলাদা করে রেখেছেন একান্ত নিজের করে। মুম রহমান একজন লেখক, পূর্ণাঙ্গ লেখক।